বিএনপির ইফতার মাহফিলে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার এজহারভুক্ত আসামি

0
10

মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি বিএনপি নেতাদের সঙ্গে ইফতার করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি কী করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বসে ইফতার করে জনমনে এ নিয়ে প্রশ্ন উঠেছে।

পলাতক আসামি প্রকাশ্যে ইফতার ও দোয়া মাহফিলে সামনের কাতারে অংশগ্রহণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে বিএনপি নেতা সাঈদ হাওলাদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতারের আয়োজন করে সাঈদ হাওলাদার ফাউন্ডেশন। এ আয়োজনের মূল ভূমিকা পালন করে সাঈদ হাওলাদারের চাচাতো ভাই বিএনপি নেতা ও ঠিকাদার লাভলু হাওলাদার।

জানা যায়, এ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে রোমান হত্যা মামলার এজাহারভুক্ত ৮নং আসামি আল আমিন চৌকিদারকে।

পুলিশের খাতায় পলাতক আসামি কিভাবে নিজের উপস্থিতি জানান দেয়। তাহলে কী বৈষম্য বিরোধী হত্যার আসামিদের গ্রেফতার করতে পুলিশেরও গড়িমসি আছে, নাকি বিএনপি নেতারা ও আওয়ামী দোসররা মিলেমিশে থাকার চেষ্টা করছে, – এমন অনেক প্রশ্ন তৈরি হয়েছে আল আমিন প্রকাশ্যে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে।


তথ্যসূত্র:
১. বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি বিএনপি নেতাদের সঙ্গে ইফতার
– https://tinyurl.com/fjpdc58n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ০১
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় তিন সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনি নিহত