গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল

0
150

১৭ মার্চ, সোমবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। হামলা চলমান অবস্থাতেই গভীর রাতে এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান অভিযান চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েল। দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এ আগ্রাসন।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা সানা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ সিরিয়ার দারা শহরে ২ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। নিহত ও আহতরা সবাই বেসামরিক।

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর মঙ্গলবার এক বিবৃতিতে উল্লেখ করেছে, “ইসরায়েল বলছে যে দক্ষিণ সিরিয়ায় তারা বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তবে যেহেতু বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে এ স্থাপনাগুলো সিরিয়ার বর্তমান সরকারের অধীনে, তাই সোমবারের হামলা আসলে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি হামলা।”


তথ্যসূত্র:
1. Two people killed in Israeli air strike on Deraa in southern Syria
– https://tinyurl.com/2cd8hsp6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফ এর; বিজিবির বাধায় কাজ বন্ধ
পরবর্তী নিবন্ধকেনিয়ার উপকূলীয় শহর মাঙ্গাইতের নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন