
সোমালিয়ায় মোগাদিশু প্রশাসনকে রক্ষায় আফ্রিকান দেশগুলোর মধ্যে অন্যতম সামরিক সহায়তাকারী দেশ কেনিয়া। রবিবার মোগাদিশু থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অস্ত্র সরবরাহকারী কেনিয়ার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উপকন্ঠে কেনিয়ার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। কার্গো বিমানটি শনিবার, ২২ মার্চ, ২০২৫ তারিখে স্থানীয় সময় ৫:৪৩ মিনিটে মোগাদিশু থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিধ্বস্ত হয়েছে।
জানা গেছে, কার্গো বিমানটি, সোমালিয়ায় ক্রুসেডার আফ্রিকান ইউনিয়ন বাহিনীকে অস্ত্র সরবরাহ করার পর নিম্ন যুবা রাজ্য থেকে মোগাদিশুতে ফিরছিল। আর ঠিক তখনই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায় নি।
উল্লেখ্য যে, সোমালিয়া সম্প্রতি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আশ-শাবাব মুজাহিদিনরা সেখানে তার প্রভাব বৃদ্ধি করেছেন এবং রাজধানী মোগাদিশুতে আক্রমণ সম্প্রসারিত করেছেন। সেই ধারাবাহিকতায় মুজাহিদিনরা বর্তমানে রাজধানী মোগাদিশুর ছয় কিলোমিটার এরিয়ার মধ্যে পৌঁছেছেন এবং স্থলপথে রাজধানীকে ঘিরে ফেলার কৌশল নিয়ে অগ্রসর হচ্ছেন।
তথ্যসূত্র:
1. Five killed after Kenyan cargo plane crashes in Mogadishu.
– https://tinyurl.com/3jyfe8ja
Alhamdulillah for everything 🥰