যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ করে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা; এক সপ্তাহে নিহত ৮৩০ সাধারণ ফিলিস্তিনি, বাস্তুচ্যুত ১৪২,০০০

0
66

গাজায় যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ করে নতুন করে বোমা হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ১৮ মার্চ নতুন করে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। নারী ও শিশুসহ হত্যা করেছে কয়েকশত সাধারণ ফিলিস্তিনিকে। এই অবস্থায় গত ১৮ মার্চ থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ১৪২,০০০ ফিলিস্তিনি নাগরিক।

বুধবার (২৬ মার্চ) এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।

বুধবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে মানবিক সাহায্য বিষয়ক সমন্বয় অফিসের বরাত দিয়ে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছে, ‘বিরতিহীন বোমা হামলা, প্রতিদিন বাস্তুচ্যুত হওয়ার আদেশ, গাজায় পণ্যবাহী জাহাজ প্রবেশের উপর বাধা এবং মানবিক চলাচলের উপর বাধা দেওয়ায় প্রত্যক্ষভাবে কমপক্ষে ২০ লক্ষ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

নতুন করে দখলদার ইসরায়েলি বাহিনীর এলাকা ছেড়ে যাওয়ার আদেশের ফলে গাজা সাধারণ ফিলিস্তিনিদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়তই জায়গা খালি করার জন্য আদেশপত্র জারি করছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গাজার ১৭ শতাংশ বসবাস যোগ্য জায়গা এখন দখলদার ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুতি আদেশের অন্তর্ভুক্ত। যার ফলে গত এক সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ১৪২,০০০ সাধারণ ফিলিস্তিনি। এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

বাস্তুচ্যুতির প্রতিটি ঢেউয়ে সাধারণ ফিলিস্তিনিরা শুধু ঘর-বাড়ী ছাড়া হয়নি। খাদ্য, পানীয় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে।

গাজায় কাজ করতে হলে পূর্বে দখলদার ইসরায়েলি বাহিনীর অনুমতির প্রয়োজন পড়ে। দখলদার ইসরায়েলি বাহিনী মানবিক সাহায্যকারী সংস্থাগুলোকেও কাজে বাধা প্রদান করেছে। অনুমতি প্রদান করেছে না। গত এক সপ্তাহে (১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত) ৫০ টি মানবিক সাহায্যকারী সংস্থা তাদের কাজ পরিচালনার জন্য দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু ৫০টি আবেদনের মধ্যে ৪০ টি আবেদনই নাকচ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, গত ১৮ মার্চ জানুয়ারি মাসে কার্যকর হওয়া যুদ্ধ বিরতি উপেক্ষা করে অকস্মাৎ বিমান হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ৮৩০ জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ১৮,০০ ফিলিস্তিনি নারী ও শিশু।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এই পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে নারী ও শিশুসহ ৫০,২০০ সাধারণ ফিলিস্তিনি মুসলিম। এছাড়াও আহত হয়েছেন ১১৩,৭০০ ফিলিস্তিনি মুসলিম।


তথ্যসূত্র:
1. UN reports 142,000 displaced in Gaza in 1 week as humanitarian crisis worsens
– https://tinyurl.com/3vn7d2u2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ঔষধের ভয়াবহ সংকট
পরবর্তী নিবন্ধভিডিও || উইঘুর মুসলিমদের রোজায় চীনের কড়াকড়ি, প্রশাসনের কাছে পাঠাতে হচ্ছে খাবার খাওয়ার ভিডিও