পাকিস্তান কমান্ডো ফোর্সের ২টি কনভয়ে টিটিপির অতর্কিত আক্রমণ: ২২ সেনা হতাহত

0
302

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর ২টি কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। এতে দেশটির “এসএসজি” কমান্ডো ফোর্সের ৯ সদস্য সহ অন্তত ১৪ সেনা নিহত এবং আরও ৮ এরও বেশি সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, গত ২৮ মার্চ শুক্রবার সকালে, খাইবার পাখতুনখোয়া অঞ্চলের লাক্কি মারওয়াত জেলায় “এসএসজি” কমান্ডো ফোর্সের কনভয়ে অতর্কিত আক্রমণ চালান দেশটির সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদিনরা। এসএসজি কমান্ডো ফোর্সের কনভয়টি যখন মাচিন খেল এলাকা অতিক্রম করতে শুরু করে, তখনই টিটিপির মুজাহিদিনরা অতর্কিত আক্রমণটি চালাতে শুরু করেন।

এদিন সকালে টিটিপি ও এসএসজি এর মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। এই সময় টিটিপির বীর মুজাহিদদের তীব্র আক্রমণে পাকিস্তানি এসএসজি কমান্ডো ফোর্সের অন্তত ৯ সদস্য নিহত এবং আরও ৮ সদস্য আহত হয়। এছাড়াও সংঘর্ষে পাকিস্তান কমান্ডো ফোর্সের বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়। তীব্র এই সংঘর্ষের পর পাকিস্তানি সেনারা পিছু হটে এবং এলাকা ছেড়ে পালিয়ে যায়।

একই সময় টিটিপির মুজাহিদিনরা বান্নু জেলার বাকাখেল এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর আরও একটি সামরিক কনভয়ে অতর্কিত আক্রমণ চালান। এতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত পাঁচ সৈন্য নিহত এবং আরও অনেক সৈন্য আহত হয়।


তথ্যসূত্র:
1. پاکستاني طالبانو لکي مروت کې پر پاکستاني کومانډویي ځواکونو برید کې نهه تنه هلاک کړي
– https://tinyurl.com/2p9t5f3k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাল চুরির সময় আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
পরবর্তী নিবন্ধমালিতে শত্রু বাহিনীর অন্তরাত্মায় কাঁপন ধরিয়ে দিচ্ছেন মুজাহিদিনরা: এক অভিযানেই অন্তত ৩০ সেনা নিহত