
পাকিস্তানে অবস্থানরত আফগান শরণার্থীদের তাদের ঘর, দোকান ও বাজার থেকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জোরপূর্বক কারাদণ্ড দেয়া হচ্ছে, অতঃপর আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।
একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে পাকিস্তানের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়।
বিবৃতিতে তুলে ধরা হয়, আফগান শরণার্থীগণ নানা ধরনের হয়রানির স্বীকার হচ্ছেন, তাদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে এবং তাদের গৃহস্থালি সামগ্রী কেড়ে নেয়া হচ্ছে। এমন আচরণ কেবল দ্বীন ইসলামের সাথেই সাংঘর্ষিক নয়, বরং তা মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও বার্তায় উল্লেখ করা হয়।
পাকিস্তান সরকারকে শরণার্থীদের প্রতি সহিংসতা ও দুর্ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে তালিবান শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়। এতে জানানো হয়, কেবল রাজনৈতিক স্বার্থে শরণার্থীদের উপর এ ধরনের নিপীড়ন করা সমীচীন নয়।
প্রত্যাবর্তনকারী শরণার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করতে প্রস্তুতি শুরু করেছে ইমারতে ইসলামিয়া। তবে শরণার্থীদের সাথে প্রতিবেশী দেশের এমন দুর্ব্যবহার অগ্রহণযোগ্য ও অসহনীয় বলে জানিয়েছে তালিবান প্রশাসন।
শরণার্থীদেরকে তাদের সম্পদ, মালামাল ও গৃহস্থালি সামগ্রী আফগানিস্তানে ফেরত আনতে বাধা প্রদান না করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তালিবান।
উল্লেখ্য যে, সম্প্রতি প্রায় ৫০০ আফগান শরণার্থী পরিবারকে জোরপূর্বক বহিষ্কার ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে পাকিস্তান। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তালিবান সরকারের শরণার্থী বিষয় মন্ত্রণালয়।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrztfvzk