
অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক হওয়া ১৮ বছরের কম বয়সী তরুণ ও শিশুদের নিজ পরিবারে নিরাপদে ফেরত পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। বিগত বছরে বাগলান প্রদেশে এরূপ ৩৮০ জনকে তাদের আপন আপন ঠিকানায় স্থানান্তর করেছে ইমারতে ইসলামিয়ার শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রণালয়।
আটককৃত আফগান তরুণ ও শিশুরা অবৈধভাবে সীমান্ত পথে পাকিস্তান, তুরস্ক ও ইরান যাওয়ার চেষ্টা করেছিল। এ প্রসঙ্গে ক্বারী নুসরাতুল্লাহ হাফিযাহুল্লাহ বলেন, এ সকল অবৈধ অভিবাসনের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল দারিদ্র্যতা ও বেকারত্ব।
তাই আটককৃতদের অনেককে আনুষ্ঠানিক ও পেশাগত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, ছোট ব্যবসা করার মত সুযোগ তৈরি করে দেয়া হয়েছে, যেন তারা স্বাবলম্বী হয়ে উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়।
এছাড়া নিরাপদে নিজ ঠিকানায় স্থানান্তরের আগ পর্যন্ত তাদেরকে বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করা হয়েছে।
পরবর্তীতে অবৈধভাবে বিদেশ ভ্রমণে বাঁধা প্রদান করতে তাদের অভিভাবকদের বোঝানো হয়েছে। সন্তানদের শিক্ষা ও সুস্থ বিকাশের প্রতি মনোযোগ দিতে তাদেরকে উপদেশ দেয়া হয়েছে।
তথ্যসূত্র:
1. Children Deported from Abroad Reunited with Families in Baghlan
– https://tinyurl.com/yev524t5