
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন দিন দিন আরও ভয়াবহ ও মর্মান্তিক রূপ নিচ্ছে। ১৮ এপ্রিল, শুক্রবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি আশ্রয়কেন্দ্রে বর্বর ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের ১৩ সদস্য নিহত হয়েছেন।
এই হামলা নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কী ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনি জনগণ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে ইতোমধ্যেই “আমাদের প্রজন্মের সবচেয়ে ভয়ংকর মানবিক ব্যর্থতা” হিসেবে আখ্যা দিয়েছে।
আল জাজিরা জানায়, শুক্রবার সকালে খান ইউনিস শহরে একটি বাড়ির ওপর বর্বর দখলদার ইসরায়েলের বিমান হামলায় একটি সম্পূর্ণ পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া শুক্রবারের হামলায় আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১২টি আন্তর্জাতিক সহায়তাদানকারী সংস্থা সম্মিলিত এক বিবৃতিতে বলেছে, গাজা এ প্রজন্মের অন্যতম বড় মানবিক ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে। এ ছাড়া খান ইউনিসের হামলাকে ‘ইচ্ছাকৃত’ এবং বেসামরিক ও মানবিক অবকাঠামোর ওপর ‘নির্বিচারে হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আশ্রয়প্রার্থী পরিবারগুলো যেখানে তাঁবুতে আশ্রয় নিয়েছিল, সেখানেই হয়েছে হামলা—যা সরাসরি মানবিক আইনের পরিপন্থী। সাহায্য সংস্থাগুলোর মতে, এই ইচ্ছাকৃত হামলা গাজাবাসীর নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারকে সম্পূর্ণ অস্বীকার করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে অন্তত ৫১,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১,১৬,৫০৫ জন। তবে সরকারি মিডিয়া বলছে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো নিখোঁজ থাকায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।
তথ্যসূত্র :
1. LIVE: Israel kills ‘entire family’ in latest attacks on Gaza civilians
– https://tinyurl.com/2v7rpuxx
2.Strikes in northern Gaza killed 13 people, including nine children
– https://tinyurl.com/5d62nv3t