
ভারতে দলিত সম্প্রদায়ের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের উত্তর প্রদেশের রামপুরা এলাকায় ওই শ্রবণ ও বাক প্রতিবন্ধী ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
বৃহস্পতিবার আহত অবস্থায় দলিত ওই শিশুকে বাড়ির পাশে স্থানীয় একটি মাঠ থেকে উদ্ধার করা হয়। এসময় তার শরীরে সিগারেটের দাগ পাওয়া গেছে এবং গোপনাঙ্গে একাধিক কামড়ের দাগ পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রতিবন্ধী ওই দলিত শিশুটি মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির নিকটে একটি খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। পরের দিন, গ্রামবাসীরা ওই শিশুটিকে অর্ধ-নগ্ন ও আহত অবস্থায় তার বাড়ী থেকে ৫০০ মিটার দূরে ওই মাঠে আহত ও অচেতন অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তৎক্ষণাৎ তার পরিবারকে খবরটি জানানো হয়।
ওই শিশুটিকে চিকিৎসা প্রদানকারী ডাক্তার গণমাধ্যমকে জানিয়েছে, ‘এইটা স্পষ্টতই একটি ধর্ষণের ঘটনা। এক বা একাধিক ব্যক্তি মিলে এই শিশুটিকে ধর্ষণ করেছে। তার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছিল। অতিরিক্ত আঘাতের ফলে তার গাল ফুলে গিয়েছিল এবং তার পরনের সমস্ত পোশাক রক্তাক্ত ছিল। এই ঘটনা আমার দেখা ধর্ষণের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ও জঘন্য ঘটনা।’
তথ্যসূত্র:
1. 11-Year-Old Deaf-Mute Dalit Girl Raped, Tortured with Cigarette Burns, Bite Marks on Private Parts in UP’s Rampur
– https://tinyurl.com/h6pvkxjb