ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত বেড়ে ৭৪

0
84

ইয়েমেনের রাস ঈসা তেল বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭০ জনেরও বেশি মানুষ। ১৮ এপ্রিল, শুক্রবার বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে দেশটির আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল এ খবর প্রকাশ করে। এ হামলা মার্কিন বাহিনীর চালানো ধ্বংসাত্মক হামলাগুলোর মধ্যে অন্যতম।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি বলেছেন, ‘রাস ঈসা স্থাপনা লক্ষ্য করে বর্বর মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ ঘটনায় ১৭১ জন আহত হয়েছেন।’

শুক্রবার ভোরের দিকে আল মাসিরাহ টিভির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে রাস ঈসা বন্দরের রাতের আকাশ বিশাল বিস্ফোরণে আলোকিত হতে দেখা যায়। এরপর ভিডিওতে ধ্বংসস্তূপ ও আগুনের ক্লোজ-আপ দৃশ্য দেখানো হয় এবং সর্বশেষে একজন মৃত বেসামরিক ব্যক্তির চিত্র দেখানো হয়।

ওই পোস্টের ক্যাপশনে আরবিতে লেখা হয়েছে, ‘রাস ঈসা তেল বন্দরকে লক্ষ্য করে মার্কিন আগ্রাসনের প্রাথমিক ফুটেজ, যার ফলে বহু লোক শহীদ হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন বন্দর কর্মী ও অন্যান্য কর্মচারী আহত হয়েছেন।’

আল মাসিরাহ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ধ্বংসের একই রকম দৃশ্য এবং গুরুতরভাবে দগ্ধ বন্দর কর্মীদের সাক্ষাৎকার সম্বলিত কয়েকটি ভিডিও প্রকাশ করেছে।


তথ্যসূত্র :
1. More than 70 killed in US airstrikes on Yemen port, Houthis say
-https://tinyurl.com/3xs8hr5z
2. Seventy four killed in deadliest US attack on Yemen, Houthis say
– https://tinyurl.com/hx5echah

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড়
পরবর্তী নিবন্ধবন্দী হস্তান্তর প্রক্রিয়ায় ইরানে ১৯৯ জন আফগান বন্দীকে ইমারতে ইসলামিয়ার নিকট হস্তান্তর