গাজায় বর্বর ইসরায়েলি হামলায় প্রাণহানি আরও ৬৪

0
41

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলায় ১৮ এপ্রিল, শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৪ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

শুক্রবার যারা নিহত হয়েছেন, তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে এইদিন মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল- অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটির বিমানবাহিনী।

বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সূত্রের বরাতে জানা গেছে, এই দুই ঘাঁটি থেকেই পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১ লাখ ১৭ হাজার জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।


তথ্যসূত্র :
1. LIVE: Israel kills at least 70 people as homes, tent camps bombed in Gaza
– https://tinyurl.com/52xzwuay

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবন্দী হস্তান্তর প্রক্রিয়ায় ইরানে ১৯৯ জন আফগান বন্দীকে ইমারতে ইসলামিয়ার নিকট হস্তান্তর
পরবর্তী নিবন্ধভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে আলেম-জনতার বিক্ষোভ