বুরকিনা ফাসোতে মুজাহিদদের পৃথক অভিযানে অন্তত ৪০ জান্তা সেনা নিহত: ৩টি সামরিক ঘাঁটি বিজয়

0
168

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর ৫টি অবস্থানে পৃথক হামলা চালিয়েছেন (জেএনআইএম) মুজাহিদিনরা। এতে জান্তা বাহিনীর অন্তত ৪০ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার প্রাকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘জেএনআইএম’ এর মুজাহিদিনরা, গত ৯ এপ্রিল বুধবার থেকে ১১ এপ্রিল শুক্রবার পর্যন্ত বুরকিনা ফাসোতে ৭টি পৃথক অপারেশন পরিচালনা করছেন। এর ৫টিতেই জান্তা বাহিনীর ৪০ এরও বেশি সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়।

সূত্রমতে, মুজাহিদিনরা তাদের এই সফল অভিযানগুলো বুরকিনা ফাসোর ফাদাঙ্গোর্মা, জিবো এবং কোলবেলোগো রাজ্যে জান্তা বাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে পরিচালনা করেছেন। এরমধ্যে গত ৯ এপ্রিল বুধবার, মুজাহিদিনরা ২টি অভিযানই পরিচালনা করেন ফাদাঙ্গোর্মা রাজ্যের কোম্বাদৌগু শহর এবং বাগোনিয়াঙ্কারি শহরে। একই সময় কোলবেলোগো রাজ্যের কোসপ্লাইন শহরেও আরও একটি সফল অভিযান পরিচালনা করেন মুজাহিদিনরা। এদিন মুজাহিদদের পরিচালিত ৩টি অভিযানে জান্তা বাহিনীর অন্তত ১৩ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়। অন্য সৈন্যরা জীবন বাঁচাতে পালিয়ে গেলে মুজাহিদিনরা ২টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। সেই সাথে মুজাহিদিনরা ১টি আরপিজি, ৯টি ক্লাশিনকোভ, ৪টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।

এমনিভাবে গত ১০ এপ্রিল বৃহস্পতিবার, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা বুরকিনা ফাসোর জিবো শহরে বড় ধরনের একটি সামরিক অপারেশন পরিচালনা করেন। স্থানীয় সময় ভোর ৫টার দিকে জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযানটি শুরু করা হয় এবং সকাল ৮টা পর্যন্ত টানা ৩ ঘন্টা যাবত যুদ্ধটি চলতে থাকে। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে জান্তা বাহিনীর অন্তত ২০ সৈন্য নিহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। শত্রু শিবিরে হতাহতের এই ঘটনার পর মুজাহিদিনরা সাময়িক সময়ের জন্য সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেন এবং বহু অস্ত্র শস্ত্র ও গোলাবারুদ গনিমত লাভ করেন।

এদিকে গত ১১ এপ্রিল শুক্রবার, ফাদাঙ্গোর্মা রাজ্যের ফামার শহরের উপকণ্ঠে জান্তা বাহিনীর অগ্রসর হওয়ার চেষ্টা প্রতিহত করেন মুজাহিদিনরা। এসময় মুজাহিদদের পাল্টা আক্রমণে ৬ জান্তা সৈন্য নিহত হয় এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হওয়ায় জান্তা বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে ১টি আরপিজি, ১টি পিকা, ১টি G3 অস্ত্র, ৬টি ক্লাশিনকোভ এবং ১৭টি মোটরসাইকেল সহ অন্যান্য বহু সামরিক সরঞ্জাম জব্দ করেন। সেই সাথে মুজাহিদিনরা শত্রু বাহিনীর ১০টি মোটরসাইকেলও পুড়িয়ে দেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত দুই
পরবর্তী নিবন্ধবেনিনের ট্রিপল সীমান্তে আল-কায়েদার বৃহৎ পরিসরে সামরিক অপারেশন: নিহত অন্তত ৭০ বেনিনিজ সৈন্য