
সোমবার গাজা উপত্যকার উত্তরাঞ্চল বেইত হানুনে এক বিস্ফোরণে তিনজন দখলদার ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, একটি সামরিক অভিযানের সময় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে তারা আহত হয়।
এই ঘটনার পরপরই হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, আল-কাসসাম যোদ্ধারা বেইত হানুনের পূর্ব সীমান্তে দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
রবিবার আল-কাসসাম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধারা বেইত হানুনের পূর্বাঞ্চলে একটি জটিল হামলা পরিচালনা করে। তারা জানায়, গাজা বিভাগের কমব্যাট ইন্টেলিজেন্স ব্যাটালিয়নের ব্যবহৃত একটি সামরিক যান লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক শেল নিক্ষেপ করা হয়, যাতে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে।
পরে যখন ইসরায়েলি বাহিনী উদ্ধার অভিযানে এগিয়ে আসে, তখন তাদের উপরও একটি অ্যান্টি-পার্সোনেল বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়, যাতে আরও কিছু সৈন্য হতাহত হয়।
আল-কাসসাম আরও জানায়, ওই এলাকায় নতুন স্থাপিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে তারা চারটি আরপিজি শেল এবং মর্টার হামলা চালিয়েছে। প্রকাশিত ভিডিওতে আল-তুফাহ্ এলাকার কাছে ইসরায়েলি বাহিনীর যানবাহনের ওপর হামলার দৃশ্যও দেখা যায়।
এই ঘটনার ধারাবাহিকতায় স্পষ্ট যে, আল-কাসাম ব্রিগেড শুধুমাত্র প্রতিরোধের প্রতীক নয়, বরং এক সুসংগঠিত ও কৌশলনির্ভর সামরিক বাহিনী হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করছে। তাদের পরিকল্পিত ও সমন্বিত আক্রমণগুলো ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রাকে শুধু ব্যাহতই করছে না, বরং বড় ধরনের ক্ষতির মুখেও ঠেলে দিচ্ছে। যুদ্ধক্ষেত্রে এমন সংগঠিত ও প্রজ্ঞাপূর্ণ প্রতিরোধের মাধ্যমে আল-কাসাম ব্রিগেড প্রমাণ করেছে, গাজার মাটি দখল করার যেকোনো প্রচেষ্টার জবাব তারা দিতে প্রস্তুত।
তথ্যসূত্র :
1.Al-Qassam operation injures Israeli soldiers in Beit Hanoun, Gaza
– https://tinyurl.com/ms6a44yf