বিজয় অথবা শাহাদাতের আগ পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে: আবু উবাইদাহ হাফিযাহুল্লাহ্

0
200

ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাহ (হাফিযাহুল্লাহ্) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি গাজা উপত্যকার সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

বিবৃতিতে আবু উবাইদাহ (হাফিযাহুল্লাহ্) জোর দিয়ে বলেন যে, মুজাহিদিনরা “বিজয় বা শাহাদাত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।”

তিনি বলেন, “আমাদের মুজাহিদিনরা বীরত্বের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। মুজাহিদিনরা সুপরিকল্পিতভাবে তাদের পছন্দের সময় ও স্থানে অতর্কিত আক্রমণ চালাচ্ছেন। আর সুনির্দিষ্ট ফাঁদ তৈরির মাধ্যমে শত্রু বাহিনীর চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে মুজাহিদিনরা অপেক্ষায় আছেন।

উত্তর গাজার বেইত হানুন থেকে রাফা পর্যন্ত প্রতিটি ময়দানে আমাদের মুজাহিদিনরা বীরত্বের ইতিহাস লিপিবদ্ধ করছেন, যা আমাদের গর্বের উৎস। সামরিক ইতিহাসে এধরণের অলৌকিক ঘটনা এই উম্মাহর যুবসমাজ এবং সামরিক বাহিনীর জন্য প্রেরণা।

আবু উবাইদাহ বলেন, আমাদের মুজাহিদিনরা প্রতিরক্ষামূলক অ্যামবুশ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধের জন্য প্রস্তুত। তারা বিজয় অথবা শাহাদাত না হওয়া পর্যন্ত দৃঢ়তার সাথে লড়াই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ইসরায়েলি গণমাধ্যমের মতে, মুজাহিদিনরা সম্প্রতি জায়োনিস্ট বাহিনীর দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির কৌশল গ্রহণ করতে শুরু করেছেন এবং একটি বড় যুদ্ধের জন্য অপেক্ষা করছেন। এই ক্ষেত্রে, মুজাহিদিনরা আক্রমণ এখনও তীব্র করেনি। তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং মিডিয়া যুদ্ধের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছেন এবং হতাহতের ঘটনা নথিভুক্ত করছেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2ay3zpk8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে প্রত্যন্ত এলাকাসমূহে উন্নয়নের ধারাবাহিকতায় পাকতিকা প্রদেশে ৬৯টি প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধভিডিও || ভারতে মুসলিম যুবককে হত্যার পর ভিডিও বার্তায় আরও ২৬০০ মুসলিমকে হত্যার হুমকি