বোরোবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ; বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভুক্তভোগীর ই-মেইল

0
96

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলে অভিযোগ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী। এরপর ঘটনা তদন্তে বিশেষ সেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশীদ অভিযোগপত্র পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী শিক্ষক তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি ও নম্বর টেম্পারিং করে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ করেন।

নাম পরিচয় নাম প্রকাশ না করার শর্তে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার বরাবর ইমেইলের মাধ্যমে অভিযোগ দেন তিনি। অভিযোগে তার সঙ্গে ঘটে যাওয়া সব অন্যায়ের বিচার চান তিনি।

এর আগে সচেতন শিক্ষার্থীরা এ শিক্ষকের বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা দিয়েছে। গত ১৪ এপ্রিল থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এই শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের তিনটি অডিও ফাঁস হলে আলোচনার সৃষ্টি হয়।


তথ্যসূত্র:
১. শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ
– https://tinyurl.com/bdhvxchj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে দেশীয় অস্ত্রহাতে কিশোর গ্যাংয়ের মহড়া; আতঙ্কিত এলাকাবাসী
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও ৫৬ ফিলিস্তিনির