ফারিয়াব প্রদেশে ফিরে আসা শরণার্থীদের জন্য বিশাল আবাসিক নগরী গড়ে তুলছে ইমারতে ইসলামিয়া

1
182

পাকিস্তান থেকে ফেরত আসা আফগান শরণার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করতে ইমারতে ইসলামিয়ার প্রশাসন ফারিয়াব প্রদেশে একটি বিশাল আবাসিক এলাকা নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৬ এপ্রিল ইমারতে ইসলামিয়ার প্রশাসনিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ও শরণার্থী সমস্যা সমাধান বিষয়ক হাই কমিশনের প্রধান মৌলভী আব্দুল সালাম হানাফি হাফিযাহুল্লাহ এ প্রকল্পের উদ্বোধন করেন।

ইমারতে ইসলামিয়ার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ফারিয়াব প্রদেশের দৌলতাবাদ জেলায় প্রায় ৮০০ হেক্টর (৪,০০০ জেরিব) জমির ওপর নির্মিত এই বিশেষ শহরে শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সব আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। পুরো প্রকল্পটি নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ের প্রকৌশলীদের তত্ত্বাবধানে জরিপ ও নকশা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভী হানাফি বলেন, নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং বিশেষ করে প্রত্যাবর্তনকারী শরণার্থীদের সমস্যা সমাধান করা ইমারতে ইসলামিয়ার অন্যতম মৌলিক দায়িত্ব। তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেন যে, এ লক্ষ্য অর্জনে কোনো ধরনের প্রচেষ্টার ঘাটতি রাখা হবে না।

মৌলভী হানাফি আরও উল্লেখ করেন, অভিবাসীদের সেবা নিশ্চিত করার জন্য বারোটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ছয়টি কমিটি দায়িত্বপ্রাপ্ত থাকবে পানি, খাদ্য, বাসস্থান এবং নির্ধারিত এলাকায় অভিবাসীদের পরিবহন নিশ্চিত করার জন্য। অন্যদিকে, বাকি কমিটিগুলো শিক্ষা ও স্থায়ী বসতি স্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে।

এর আগে, সর-ই-পুল প্রদেশের সায়দাবাদ জেলায় প্রত্যাবর্তনকারী শরণার্থীদের জন্য ২৪০ হেক্টর (১,২০০ জেরিব) জমির ওপর নির্মিত আরেকটি নতুন আবাসিক শহরের (টাউনশিপ) উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, পাকিস্তান থেকে শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসনের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর, ইমারতে ইসলামিয়া প্রশাসন শরণার্থীদের জন্য দ্রুত জমি বরাদ্দের প্রচেষ্টা জোরদার করেছে এবং ইতোমধ্যে বিভিন্ন প্রদেশে বেশ কয়েকটি নতুন টাউনশিপ স্থাপন করা হয়েছে।


তথ্যসূত্র:
1. فاریاب کې د کډوالو ځانګړی ښارګوټی پرانیستل شو
– https://tinyurl.com/vc8zfdhf

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও ৫৬ ফিলিস্তিনির
পরবর্তী নিবন্ধবুরকিনায় শত্রু ঘাঁটিতে মুজাহিদদের হামলা: ১০ সেনা নিহত, ১৩টি সামরিক যানবাহন ধ্বংস