
দিনে দিনে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। বেসামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়তই বাড়ছে হত্যাযজ্ঞ। গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সবত্রই চলছে নারকীয় তাণ্ডব। গাজা উপত্যকায় ইহুদিবাদী দখলদার ইসরায়েলের টানা বিমান হামলায় আরও অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৪৯৫ জনে। ২৬ এপ্রিল, শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার আরও ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১,১৭,৫২৪ জনে। বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপে এখনও ১০ হাজারের বেশি মরদেহ পড়ে আছে। ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় ও অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় এসব দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
এই মুহূর্তে গাজার পরিস্থিতি শুধুই একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয়, বরং এটি মানবতার এক ভয়াবহ পরীক্ষা। শিশু, মা, চিকিৎসক, স্বেচ্ছাসেবী— কেউ রক্ষা পাচ্ছে না এই আগ্রাসন থেকে। বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব এখন নিরপেক্ষ মানবিক অবস্থান থেকে এই সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখা। গাজার জনগণের পাশে দাঁড়ানো মানে শুধু একটি ভূখণ্ড রক্ষা নয়, বরং মানবতার মৌলিক ন্যায্যতা রক্ষা করা। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহিতা এখন সময়ের দাবি।
তথ্যসূত্র:
1. Gaza death toll nears 51,500 as Israeli army kills 56 more Palestinians
– https://tinyurl.com/5dhx2y76