আফগানিস্তানের নাঙ্গারহারে নতুন ওষুধ কারখানার উদ্বোধন

0
21

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে পোল্ট্রি ও পশুদের জন্য ওষুধ উৎপাদন ও প্যাকেজিংয়ের একটি নতুন কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগে ১৫ মিলিয়ন আফগানি বিনিয়োগ করা হয়েছে।

গত ৩১ মে আফগান গণমাধ্যম বাখতার নিউজ এজেন্সি জানায়, ওষুধ কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গারহারের কৃষি, সেচ ও পশুপালন বিভাগের প্রধান মৌলভী মুহাম্মদ ওয়ালি মুহসেন হাফিযাহুল্লাহ। তিনি এই প্রকল্পকে পশুপালন খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে অভিহিত করেন। তাঁর মতে, কারখানাটি এই অঞ্চলে পশুচিকিৎসা ওষুধের মান ও সহজলভ্যতা বৃদ্ধি করবে এবং ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সহায়তা করবে।

কারখানার একজন শীর্ষ কর্মকর্তা জানান, তাদের লক্ষ্য হচ্ছে বাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ সরবরাহ করা, যাতে করে আফগানিস্তানের আমদানিনির্ভরতা কমে আসে। তিনি আরও বলেন,’এই কারখানা শুধু হাঁস-মুরগি কিংবা গবাদিপশুর স্বাস্থ্যের উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং পুরো কৃষি অর্থনীতিকে সচল রাখার এক বাস্তব উদ্যোগ।’

স্থানীয় বাসিন্দাদের জন্য এই কারখানা কর্মসংস্থানের একটি নতুন দ্বার উন্মোচন করেছে। ইতোমধ্যে বহু মানুষ এই কারখানায় কাজের সুযোগ পেয়েছেন। ফলে এটি শুধু অর্থনৈতিক অগ্রগতির অংশ নয়, বরং সমাজিক উন্নয়নের ক্ষেত্রেও একটি যুগান্তকারী পদক্ষেপ।


তথ্যসূত্র:
1. Pharmaceutical Factory Opens in Nangarhar
– https://tinyurl.com/5drnt74k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীকে রাস্তায় ফেলে চুল ধরে মারধর করলো ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধগাজায় ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের গুলি, নিহত ৪০