ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীকে রাস্তায় ফেলে চুল ধরে মারধর করলো ছাত্রদল নেতা

0
33

ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখী ইসলাম বর্ষা (১৭) নামে এক কলেজছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। হামলায় জড়িতরা ছাত্রদল নেতাকর্মী বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশে বৈশাখীকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগী নিজের ফেসবুক আইডি ‘বৈশাখী ইসলাম বর্ষা’ থেকে দুটি লাইভে (১ মিনিট ৯ সেকেন্ড ও ২৭ সেকেন্ড) ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমি বৈশাখী ইসলাম। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি একটা ইভটিজিংয়ের কেস নিয়ে প্রতিবাদ করাতে বিএনপির লোকজন আমাকে রাস্তায় ফেলে মারধর করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল, যার কারণে রাস্তায় ফেলে বিএনপির লোকজন আমাকে মারছে। তারা আমাকে, একজন মেয়ে বলে, ইচ্ছামতো চুল ধরে টেনে লাথি মেরেছে। আমার বাবাকে খুঁজছে মারার জন্য। আমি খুব বাজে অবস্থায় আছি। আমি কী করব, বুঝতে পারছি না।’

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বৈশাখীর বোনকে একই এলাকার এক যুবক যৌন হয়রানি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ ডাকা হয়। তার আগেই বৈশাখী থানায় অভিযোগ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক।


তথ্যসূত্র:
১. ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, আটক ৬
– https://tinyurl.com/cz4j4f9k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে গুলি করে হত্যার পর বাংলাদেশি যুবকের লাশ নিয়ে গেল বিএসএফ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের নাঙ্গারহারে নতুন ওষুধ কারখানার উদ্বোধন