ভারতীয় পুলিশের গাড়ির ধাক্কায় এক কাশ্মীরি পিতা নিহত

0
21

কাশ্মীরের শ্রীনগরের বেমিনা এলাকায় দ্রুতগামী পুলিশের একটি গাড়ির ধাক্কায় আলী মুহাম্মদ নামে এক মুসলিম পিতা নিহত হন। গত ৩০ মে, শশুরবাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গাড়িটি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। মেয়ের চোখের সামনেই গাড়িটি মুহাম্মদের বুকের উপর দিয়ে চলে যায়, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মেয়েটি জানায়, ‘আমাদের পিছন থেকে আঘাত করা হয়েছিল। বাবা ডানদিকে পড়ে গেলেন, আমি বামদিকে। তবুও গাড়িটি থামেনি, সরাসরি তার বুকের উপর দিয়ে চলে যায়।’ অনেকেই এই ঘটনাকে দখলদার পুলিশের ইচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন, যা কাশ্মীরিদের প্রতি ভারতীয় বাহিনীর অমানবিক আচরণ ও দমননীতির এক বেদনাদায়ক ধারাবাহিকতা।

পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর পুলিশ আলী মুহাম্মদের মৃত্যুর কারণ হৃদরোগ বলে চালানোর চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে পরিবার ও এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়ে। টানা তিন ঘণ্টার বিক্ষোভের পর শেষ পর্যন্ত বেমিনা থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছে এবং ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছে। তবে একই সময়ে, পুলিশ স্থানীয় গণমাধ্যমকে ঘটনাটি কভার করতে বাধা দেয় এবং সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ করতে দেয়নি, যা আরও ক্ষোভের জন্ম দেয়।


তথ্যসূত্র:
1. “Vehicle didn’t stop—it ran over his chest”: Kashmiri man crushed under police vehicle in Srinagar; daughter survives
– https://tinyurl.com/2ucd8m66

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভর্তি পরীক্ষায় ছাত্রশিবিরের হেল্প ডেস্কে ছাত্রদলের হামলা; আহত ০৯ জন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ১০০ বছরের পুরনো বিরোধের অবসান ঘটালো ইমারতে ইসলামিয়া