
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উদ্যোগে নাঙ্গারহার প্রদেশের আচিন জেলার আব্দুল খেলো এলাকায় দুই পরিবারের মধ্যে প্রায় ১০০ বছরের পুরনো বিরোধের অবসান ঘটেছে। দীর্ঘদিন ধরে চলমান এই বিরোধে প্রাণ হারিয়েছিলেন তিনজন, আহত হয়েছিলেন আরও ছয়জন।
৩১ মে বাখতার নিউজ এজেন্সি জানায়, এই বিরোধ উভয় পক্ষের জন্য শুধু প্রাণহানিই নয়, ব্যাপক আর্থিক ক্ষতিও ডেকে এনেছিল এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলা বারবার বিঘ্নিত হচ্ছিল।
বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত পুনর্মিলনী সভায় উপস্থিত ছিলেন নাঙ্গারহার সিকিউরিটি কমান্ডের ডেপুটি ফর সিকিউরিটি মৌলভী মোহাম্মদ তাহির মুবারিজ হাফিযাহুল্লাহ, সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের উপজাতীয় পরিষদের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ সমন্বয়কারী, ছয়টি শিনওয়ারি জেলার উপজাতীয় প্রবীণ, আলেম-উলামা ও বিপুলসংখ্যক যুবক।
এই সফল মধ্যস্থতা ইমারতে ইসলামিয়ার সমাজভিত্তিক শান্তিপূর্ণ শাসন ব্যবস্থার বাস্তব উদাহরণ হিসেবে পরিগণিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. 100-Year-Old Feud Between Two Families Ends in Nangarhar Province
– https://tinyurl.com/282fx7hh