হজযাত্রীদের মিনিবাসে ‘ইচ্ছাকৃতভাবে’ সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গাড়ির ধাক্কা

0
103

ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে পশ্চিম তীরজুড়ে। ৩১ মে, শনিবার ভোরে উত্তরাঞ্চলীয় শহর জেনিনে হজযাত্রীদের পরিবহনকারী একটি বাসে সামরিক গাড়ি দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন বলছে, পশ্চিমতীর এবং জর্ডানের মধ্যে কারামা সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে জেনিন গভর্নরেট ভবনের সামনে দখলদারদের একটি সামরিক গাড়ি ধাক্কা দেয় হজযাত্রীদের বাসটিকে।

হজ পালনের জন্য জর্ডান হয়ে সৌদি আরব যাচ্ছিলেন বাসটিতে থাকা ফিলিস্তিনিরা। যাত্রীদের মধ্যে ছিলেন বেশিরভাগই বয়স্ক ফিলিস্তিনি। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সামরিক গাড়িটি ইচ্ছাকৃতভাবে বাসটিকে আঘাত করেছে।

একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা মিনিবিাসটিতে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীর একটি গাড়ি ‘ইচ্ছাকৃতভাবে’ আঘাত করছে। এসময় বয়স্ক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল-সাদি। তিনি বলেন, বাসটি গভর্নরেট ভবনের বাইরে পার্ক করা অবস্থায় দখলদাররা এটিকে ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি আঘাত করে। ফলে আঘাতপ্রাপ্ত হন অধিকাংশ হজযাত্রী।

ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা নিয়মিতভাবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছে, দখলদার বাহিনী এলাকা থেকে সরে যাওয়ার সময় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়।


তথ্যসূত্র:
1. Israeli forces raid West Bank, military vehicle rams into bus carrying Hajj pilgrims in Jenin
– https://tinyurl.com/muemrmnz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আল কুদস ব্রিগেডের হামলায় ১০ দখলদার সেনা হতাহত
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনে শহীদ ৫৪ হাজার ৩৮১