
পাকিস্তানে সামরিক বাহিনীর বিরুদ্ধে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের অভিযানের সংখ্যা মে মাসে তিনশো’র সীমা অতিক্রম করেছে, যা সাম্প্রতিক ১০ বছরের যুদ্ধের ইতিহাসে টিটিপির সর্বোচ্চ সংখ্যক অভিযান।
টিটিপির অফিসিয়াল “উমর” মিডিয়া কর্তৃক প্রকাশিত ইনফোগ্রাফি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দলটির মুজাহিদিনরা চলতি ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের ২৩টি অঞ্চল জুড়ে অন্তত ৩১৫টি সামরিক অপারেশন পরিচালনা করছেন। এই অভিযানগুলোর মধ্যে ৩০৪টি অভিযানই চালানো হয়েছে খাইবার পাখতুনখোয়ার ১৭টি জেলায়, ৬টি অভিযান বেলুচিস্তানের ৪টি জেলায়, ২টি অভিযান করাচিতে এবং ১টি অভিযান পাঞ্জাবে চালানো হয়েছে। এটি ছিলো পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসে একক কোনো মাসে টিটিপি কর্তৃক পরিচালিত সর্বোচ্চ সংখ্যক হামলা। এতে হতাহত হয়েছে অন্তত ৩৫৫ শত্রু সৈন্য।
প্রতিবেদনে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মুজাহিদদের হামলায় হতাহতদের মধ্যে নিহত শত্রু সৈন্য সংখ্যা ১৫৫ জন এবং আহত শত্রু সংখ্যা ২০০ জন। হতাহতের এই তালিকায় সেনা সদস্য রয়েছে ১৫৩ জন, এফসি সদস্য রয়েছে ১০৫ জন, পুলিশ সদস্য রয়েছে ৮৬ জন এবং গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত সদস্য রয়েছে ১১ জন।
টিটিপি নিশ্চিত করেছে যে, এসকল অভিযানের মাধ্যমে পাকিস্তান সামরিক বাহিনীর ৬৩টি সিসিটিভি ক্যামেরা, ৪২টি সামরিক যান, ৮টি ড্রোন, ৬টি সামরিক ঘাঁটি, ৩টি সাঁজোয়া যান, ১টি ট্যাঙ্ক, এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এছাড়াও মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে গনিমত হিসাবে জব্দ করেছেন ১৭টি অস্ত্র, ৫টি নাইট ভিশন দূরবীন, ১টি ড্রোন, ১টি রকেট লঞ্চার, ১টি গাড়ি, ১টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সরঞ্জাম।