অভিযোগের সঙ্গে সঙ্গেই টেলিযোগাযোগ সমস্যার সমাধানে উদ্যোগ নিলো ইমারতে ইসলামিয়া

0
68

অভিযোগের সঙ্গে সঙ্গেই ইমারতে ইসলামিয়া প্রশাসন খোস্ত প্রদেশে টেলিযোগাযোগ সমস্যার সমাধানে ৪৬টি নতুন টেলিযোগাযোগ সাইট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রদেশের প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলে সংযোগের ঘাটতি পূরণ হয়ে নাগরিকরা উন্নত ইন্টারনেট ও যোগাযোগ সেবা পাবেন।

গত ১ জুন খোস্ত প্রদেশ সফরের সময়, আফগানিস্তানের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মৌলভী নাজিবুল্লাহ হায়াত হাক্কানি হাফিযাহুল্লাহ স্থানীয় প্রশাসনের প্রধান খোস্তের গভর্নর মৌলভী আব্দুল কাইয়ুম রুহানি হাফিযাহুল্লাহ এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গভর্নর রুহানি হাফিযাহুল্লাহ আফগানিস্তানের টেলিযোগাযোগ অবকাঠামোর সাম্প্রতিক উন্নতির কথা স্বীকার করেন, তবে তিনি জোর দিয়ে বলেন যে, প্রদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এখনও দুর্বল বা অনুপস্থিত সেবার সমস্যায় ভুগছেন।

এ সময় মন্ত্রী হাক্কানি হাফিযাহুল্লাহ ৪৬টি নতুন টেলিযোগাযোগ সাইট নির্মাণের ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি বলেন, ‘এই প্রকল্পটি খোস্তের বেশিরভাগ টেলিযোগাযোগ চ্যালেঞ্জের সমাধান করবে’ এবং এটি নগর ও প্রত্যন্ত এলাকার মধ্যে সংযোগের ব্যবধান কমাবে।

জানা যায়, এর আগে টিডিএফ প্রকল্পের দশম ধাপে খোস্ত প্রদেশে ১১টি টেলিযোগাযোগ টাওয়ার অনুমোদিত হয়েছিল। নতুন ৪৬টি সাইট যুক্ত হলে প্রদেশটির মোট টাওয়ার সংখ্যা দাঁড়াবে ৫৭টিতে, যা জনগণের জন্য সর্বজনীন টেলিযোগাযোগ সুবিধা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।


তথ্যসূত্র:
1. 46 New Telecommunication Sites Approved to Boost Connectivity in Khost
– https://tinyurl.com/449sd4hn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ‘আইএমপি’ জোটভুক্ত মুজাহিদদের ৭৩ অপারেশন: হতাহত ১১৬ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার পুলিশ বাহিনীতে যোগ দিলেন প্রশিক্ষিত ৫০ অফিসার