
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের ডোসো অঞ্চলের ফালমির নদীতে টহলরত সেনাবাহিনীর আর্মড ফোর্সের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। এতে অন্তত ৪৪ শত্রু সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, গত ২৬শে মে বিকেল ৩:০০ টার দিকে, নাইজারের ফালমির এলাকায় একটি ভারী অতর্কিত আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। অভিযানটি নাইজার সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল আজিজের নেতৃত্বাধীন নাইজারের সশস্ত্র বাহিনীর দামিসা অপারেশনাল ফোর্সের একটি বড় দলকে লক্ষ্য করে চালানো হয়েছে। অভিযানের সময় নাইজার সেনাবাহিনীর বিশেষ এই দলের ৭১ সদস্যের দলটি ৭টি বোটে চড়ে ফালমির নদীতে টহল দিচ্ছিল।
সূত্রমতে, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা উন্মুক্ত নদীর দু’ধার থেকে টহলরত সেনা ইউনিটটিকে টার্গেট করে তীব্র আক্রমণ চালান। এতে টহলরত শত্রু সেনারা দিকভ্রান্ত হয়ে পড়ে এবং কোনো দিকে পালানোর মতো সুযোগও পায় নি। ফলে মুজাহিদদের এই আক্রমণে ঘটনাস্থলেই ৪৪ সেনা সদস্য নিহত হয়। সেই সাথে দলটির অন্য ২৭ সেনা সদস্য গুরুতর আহত হয় এবং নদী সাঁতরে কোনোরকম জীবন নিয়ে পালাতে সক্ষম হয়। মুজাহিদদের হামলায় আহতদের মধ্যে “দামিসা” অপারেশনাল ফোর্সের প্রধান, ক্যাপ্টেন আজিজও ছিলো। এই আজিজ নাইজার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল মৌমৌনি বোরেইমার ছেলে। সে পূর্বে মার্কিন বাহিনী দ্বারা প্রশিক্ষিত ছিল এবং নাইজার সেনাবাহিনীর অন্যতম সেরা কমান্ডার ছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আহত সেনাদের অবস্থা এতোটাই গুরুতর ছিলো যে, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ৩১মে ক্যাপ্টেন আজিজ এবং তার দলের আরও কতক সেনা সদস্য নিহত হয়েছে। আর বাকি আহত সৈন্যদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/y8b73evw