হত্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতাকে দুই ঘন্টা পরেই ছেড়ে দিল ওসি; ঘুষ নেওয়ার অভিযোগ স্থানীয়দের

0
42

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ককটেল হামলা ও মারধরের মামলার এজাহারভুক্ত আসামি এক আওয়ামী লীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

সোমবার (২ জুন) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আবু জাফর মজনুকে আটক করা হয়। স্থানীয়রা অভিযোগ করেছে, মোটা অংকের সুবিধা নিয়ে ঘণ্টাব্যাপী দেনদরবারের পর তাকে ছেড়ে দেয় এসআই তোফাজ্জল হোসেন।

গণমাধ্যমের বরাতে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই দুপুরে শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ককটেল হামলা ও শিক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় গত ২ নভেম্বর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের বাসিন্দা রিফাত সরকার বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় ১৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়।

ওই মামলার অন্যতম আসামি বিশালপুর ইউনিয়নের গোয়াল বিশ্ব গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু জাফর মজনু। সে সোমবার বিকেলে ছোনকা বাজার এলাকায় ঘোরাঘুরি করছিল। গোপনে এমন সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে ওই আওয়ামী লীগ নেতাকে হাতেনাতে আটক করে সে। কিন্তু তাকে আদালতে না পাঠিয়ে ছেড়ে দেয়।

স্থানীয়রা বলছে, আটকের পর থেকেই ওই আওয়ামী লীগ নেতাকে ছাড়তে তাদের স্বজনদের সঙ্গে দেনদরবার শুরু করে পুলিশের ওই কর্মকর্তা। পরে মোটা অংকের সুবিধা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।


তথ্যসূত্র:
১. আটকের পর আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, ঘুস নেওয়ার অভিযোগ
– https://tinyurl.com/yc74242m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের আহমেদাবাদে মুসলিমদের ৮,৫০০ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন
পরবর্তী নিবন্ধআল-আহলি হাসপাতালে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত