ঈদের দিনেও গাজা জুড়ে হামলা চালিয়ে ৪২ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী

0
57

মুসলিমদের জন্য আনন্দের উৎসব ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার (০৬ জুন) ঈদ উদযাপিত হয়। ঈদের দিনেও ফিলিস্তিনের গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েল। তাদের দফায় দফায় হামলায় এদিন অন্তত ৪২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার জরুরি পরিষেবা বিভাগ ‘সিভিল ডিফেন্সের’ কর্মকর্তা এএফপিকে বলেন, সকাল থেকে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর অনেকগুলো হামলায় ৩৮ জন শহীদ হয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় শহীদ হয়েছেন ১১ জন।

অবশ্য হাসপাতালগুলোর সূত্রের বরাত দিয়ে সকাল থেকে ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা ৪২ বলে জানিয়েছে আল-জাজিরা।

খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে সাত ফিলিস্তিনি শহীদ হন। এ খবরের মধ্যেই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।


তথ্যসূত্র:
1.42 Palestinians killed in Israeli airstrikes on several areas in Gaza Strip
-https://tinyurl.com/4t883hs8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগান জনতার সাথে ঈদুল আজহার আনন্দ উৎযাপন করছে ইমারতে ইসলামিয়ার বাহিনী
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || মালির টিম্বাকটু ও বোলিকেসি সামরিক ব্যারাকে মুজাহিদদের অভিযানের পরবর্তী চিত্র || পর্ব- ১