ঈদের নামাজ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ; নিহত ০১

0
106

যশোরের বেনাপোলে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে ককটেল হামলায় আব্দুল হাই (৫০) নামের এক কর্মী নিহত হয়েছে।

শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে বেনাপোলের ডুপপাড়া গ্রামের জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওই গ্রামের হারান হরকরার ছেলে এবং বিএনপির একজন সক্রিয় স্থানীয় কর্মী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ঈদের দিন সকালে ডুপপাড়া ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পদ্ধতি ও অবস্থান নিয়ে বিএনপির দুই পক্ষ—আবু সাঈদ এবং আব্দুল হাইয়ের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে জামতলা মোড়ে অবস্থানরত আব্দুল হাইয়ের ওপর মোটরসাইকেলে করে আসা ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতে ককটেল হামলা চালিয়ে পালিয়ে যায়।

বিস্ফোরণে গুরুতর আহত আব্দুল হাইকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তথ্যসূত্র:
১. ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল হামলায় নিহত ১
– https://tinyurl.com/33mp7dwy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৪ দখলদার ইসরায়েলি সেনা নিহত, আহত ৫
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক কনভয়ে ‘আইএমপি’ মুজাহিদদের হামলা: হতাহত ১৪ শত্রু সেনা