আমেরিকাই ফিলিস্তিনি মুসলিমদের হত্যাকারী, তারাই সবচেয়ে বড় জালিম: আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ

0
239

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ আমেরিকাকে ‘সবচেয়ে বড় জালিম’ আখ্যায়িত করে বলেছেন, ‘কিছু লোক আমেরিকার সঙ্গে বন্ধুত্বকে সফলতা মনে করে। কিন্তু আমি বলছি, আমেরিকাই সবচেয়ে বড় জালিম, আমেরিকাই ফিলিস্তিনের মুসলিমদের হত্যাকারী।’

গত ০৭ জুন কান্দাহার প্রদেশে ঈদুল আযহার নামাজের সময় মুসলিম উম্মাহর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আমেরিকাকে উদ্দেশ করে বলেন, ‘আমি নারীদের ইজ্জত দিয়েছি, তাদের পবিত্রতা রক্ষা করেছি, হিজাব পরিয়েছি এবং বেহায়াপনা দূর করেছি। আর তোমরা কী করেছ? তাদের (নারীদের) বিরুদ্ধে অস্ত্র ধরেছ, তাদের ওপর বোমা ফেলেছ, শহীদ করেছ। তোমরা সন্তানদের তাদের মায়ের কোলে হত্যা করো।’

ইমারতে ইসলামিয়ার শাসনব্যবস্থায় সেকুলারদের অন্তর্ভুক্ত না করা নিয়ে পশ্চিমাদের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘শয়তানের দল বলে যে, কিছু লোক সরকারে নেই। ভালো করে চোখ মেলে তাকাও, তোমাদের কারা শাসন করছে, তারা কোথা থেকে এসেছে, এবং তাদের অতীত রেকর্ড ও কাজগুলো খতিয়ে দেখো।’

তিনি বলেন, ‘আমরা ইসলামি আকীদার ভিত্তিতে মাদক নিষিদ্ধ করেছি। এ বিষয়ে আমরা কোনো বিদেশি সাহায্যের মুখাপেক্ষী নই।’

তিনি ওলামায়ে কেরামের প্রতি আহ্বান জানান যেন তারা ফিতনার পথে না হাঁটেন এবং মুসলিম উম্মাহর ঐক্য রক্ষা করেন। তিনি বলেন, ‘ইসলামের শত্রুরা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। কাজেই ওলামায়ে কেরাম ও সকল মুসলিমকে সাবধান থাকতে হবে।’


তথ্যসূত্র:
1. IEA leader calls U.S. ‘biggest oppressor,’ urges global Muslim unity
– https://tinyurl.com/mv279ss5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসো | জেএনআইএম’এর নিয়ন্ত্রণে প্রাদেশিক রাজধানীর নিকটতম কুম্ব্রি শহর ও সামরিক ঘাঁটি: নিহত ৬৫ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধকিছু মিডিয়া ইসলামি শাসনের সাফল্যকে বিকৃতভাবে তুলে ধরছে : ইমারতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী