
এ বছর ভারতের দখলকৃত কাশ্মীরের শ্রীনগরে ঐতিহাসিক আঞ্জুমান ওকাফ জামে মসজিদ এবং ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে ভারতীয় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে। ফলে, জামাত অনুষ্ঠিত হতে দেয়া হয়নি।
গত ৭ জুন, মসজিদ ও ঈদগাহের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘আঞ্জুমান ওকাফ জামে মসজিদ শ্রীনগর অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, কর্তৃপক্ষ আবারও ঈদগাহ এবং শ্রীনগরের ঐতিহাসিক জামে মসজিদে ঈদুল আজহার নামাজ পড়তে বাধা দিয়েছে এবং মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে। সেই সাথে বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
অন্যদিকে, হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান এবং ঐ মসজিদের ইমাম মিরওয়াইজ উমর ফারুক জানিয়েছেন যে, তাকে গৃহবন্দী করা হয়েছে।
তিনি এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ঈদ মোবারক! আবারও, কাশ্মীর দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হলো। ঈদগাহে ঈদের নামাজ পড়া হয়নি, এবং জামে মসজিদ টানা সপ্তম বছরের জন্য তালাবদ্ধ। আমাকেও আমার বাড়িতে আটকে রাখা হয়েছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে, মুসলিমরা তাদের ইবাদত করার মৌলিক অধিকার থেকে বঞ্চিত, এমনকি বিশ্বজুড়ে পালিত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান থেকেও বঞ্চিত!’
তথ্যসূত্র:
1. Srinagar’s Jama Masjid gates closed for Eid prayers; Hurriyat leaders claims house arrest
– https://tinyurl.com/5fyuy677