ফার্মেসিতে ইয়াবা রেখে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি দুই পুলিশ সদস্যের

0
76

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ফার্মেসিতে ইয়াবা রেখে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) ভুক্তভোগী ফার্মেসি ব্যবসায়ী সাদেকুর রহমান এই লিখিত অভিযোগ করেন। সাদেক আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গোপালদী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।

অভিযুক্ত দুই পুলিশ সদস্য হল – উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে সাদেকুর রহমান জানান, গত ৪ জুন অভিযুক্ত দুই পুলিশ সদস্য দোকানে আসে। এসময় তারা নানান কথাবার্তার এক পর্যায়ে একটা সিরাপ হাতে নিয়ে জিজ্ঞেস করে এটা কীসের, আমি বলি ভিটামিনের সিরাপ। এসময় সিরাপের বোতলের পেছনে লুকিয়ে থাকা একটি কাগজের প্যাকেট বের করেন তারা। এসময় সেই প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। প্যাকেটটিতে ৪৫ থেকে ৪৯টির মত ইয়াবা ছিল।

এসময় পুলিশ সদস্যরা দেড় লাখ টাকা চায় এবং টাকা না দিলে গ্রেপ্তার করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন সাদেকুর। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসার পর সাদেকুরের পরিচয় জানতে পেরে তারা চুপ হয়ে যায়। এসময় উপস্থিত সোহেল তানভীর ৫০ হাজার টাকায় মীমাংসার কথা বললে তারা ঘটনাস্থল থেকে ভয়ে চলে যায়।


তথ্যসূত্র:
১.দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ফার্মেসিতে ইয়াবা রেখে চাঁদা দাবির অভিযোগ
-https://tinyurl.com/yvwrz5v5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে পালানোর সময় আটক আওয়ামী লীগ নেতা
পরবর্তী নিবন্ধআজ দোষারোপ করার সময় নয় বরং প্রতিশোধ নেওয়ার সময়: গাজা ইস্যুতে আল-কায়েদা নেতা শাইখ সাদ বিন আতেফ আল-আওলাকি