ময়মনসিংহ সীমান্তে শিশুসহ জোরপূর্বক ০৯ জনকে পুশ ইন করলো ভারতীয় পুলিশ

0
34

ভয়ভীতি দেখিয়ে দুই শিশুসহ ৯ জনকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে পুশ ইন করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সোয়া ৫টায় উপজেলার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ-৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন মুন্সিপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মো. খায়রুল ইসলাম।

তিনি জানিয়েছেন, দীর্ঘদিন যাবত ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলেন তারা। কিন্তু সম্প্রতি তাদের বাংলাদেশে চলে যেতে ভয়ভীতি দেখায় ভারতীয়রা। এমতাবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে ভারতীয় পুলিশ আটক করে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে বিজিবির নজরে আসলে দুই শিশুসহ ৯ জনকে হেফাজতে নেয়।

এর আগে গত ২ জুন দিবাগত রাত ৩টার দিকে জেলার ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকায় ১২ জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু ছিল। একই সময় পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে আরও ১০ জনকে পুশ ইন করে বিএসএফ।


তথ্যসূত্র:
১. ময়মনসিংহের সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশ ইন
– https://tinyurl.com/28tx8fdt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদোকান নির্মাণ নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ০৮
পরবর্তী নিবন্ধবাসস্ট্যান্ডে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক বিএনপি ও শ্রমিক দল নেতা