আফগানিস্তানের খোস্ত প্রদেশে স্থানীয়দের আর্থিক অংশগ্রহণে নবনির্মিত সেতু উদ্বোধন

0
81

গত ১২ জুন আফগানিস্তানের খোস্ত প্রদেশের মুসা খেল জেলার ঘালাং এলাকায় নবনির্মিত একটি সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটি নির্মাণে ২ কোটি আফগানির অধিক ব্যয় হয়েছে। এটি নির্মাণে স্থানীয় বাসিন্দাগণ উল্লেখযোগ্য আর্থিক অবদান রেখেছেন। উক্ত তহবিল সমৃদ্ধ করতে সমর্থন যুগিয়েছেন ইমারতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশটির উপগভর্নর মৌলভী মাহবুব শাহ কানিত হাফিযাহুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এটির দৈর্ঘ্য ৩০ মিটার, প্রস্থ ৮ মিটার এবং উচ্চতা ১০.৪ মিটার। এর নির্মাণ সম্পন্ন হতে ১৮ মাস সময় লেগেছে, বর্তমানে এটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টা ও আর্থিক অবদানের প্রশংসা করেছেন উপগভর্নর মৌলভী মাহবুব শাহ হাফিযাহুল্লাহ। তিনি জোর দিয়ে বলেন যে, উক্ত সেতু নির্মাণ স্থানীয়দের মধ্যে জাতীয় দায়িত্বানুভূতি এবং ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীকস্বরূপ।

সেতুটি প্রদেশের মুসা খেল ও কালান্দার জেলাকে সংযুক্ত করেছে, এছাড়া পাকতিয়া প্রদেশের সাথে খোস্ত শহরের যোগাযোগ সহজতর করার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম। এটি নির্মাণের পূর্বে উক্ত পথে যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য ছিল।


তথ্যসূত্র:
1. New Bridge Inaugurated in Ghalang, Khost Province
– https://tinyurl.com/bddxsnzx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপরকীয়া প্রেমিকসহ আপত্তিকর অবস্থায় গ্রেফতার আওয়ামীলীগ নেত্রী
পরবর্তী নিবন্ধপ্রতিদিন ০৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে