
২৪ ঘণ্টায় ৪৪ জনকে পুশইন করেছে ভারত। এর মধ্যে বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জন, ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জন, পঞ্চগড় সীমান্ত দিয়ে ৭ জন ও বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ।
বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন বিএসএফের
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা দিয়ে তাদের ঠেলে দেয়া হয়।
ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন
গণমাধ্যমের বরাতে জানা যায়, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সীপাড়া বিওপি’র কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে ৮ জনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত ৮ বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন।
পঞ্চগড় সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন
পঞ্চগড়ে শুক্রবার (১৩ জুন) ভোরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ী সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ-৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। এদের মধ্যে তিনজন নারী, দু’জন পুরুষ ও দুইজন শিশু।
বড়লেখা দিয়ে ১৩ জনকে পুশইন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে বিজিবি’র নিউ পাল্লাথল বিওপি’র টহল দল তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। এর আগে গত ২৪শে মে রাতে বিএসএফ বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করেছিল।
তথ্যসূত্র:
১. সীমান্তে ২৪ ঘণ্টায় ৪৪ জনকে পুশইন
– https://tinyurl.com/nsyy4pjv