
গাজা উপত্যকাজুড়ে ১৪ জুন, শনিবার সকালে দখলদার ইসরায়েলি সেনাদের গুলি ও বিমান হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের বেশিরভাগই একটি ত্রাণকেন্দ্রে খাবারের জন্য জড়ো হয়েছিলেন।
ওয়াফা ফিউজ এজেন্সি জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালায়। এর ফলে ১৫ জন শহীদ এবং আরও অনেকে আহত হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মধ্য গাজা অঞ্চলের আল-আওদা এবং আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ শহীদ ও আহতদের এসব হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় নতুন করে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণকেন্দ্রের কাছে বর্বর
ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৭৪ জন শহীদ এবং ২ হাজার জনের বেশি আহত হয়েছেন।
সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের ফলে এখন পর্যন্ত গাজায় প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ঘনবসতিপূর্ণ অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংস করা হয়েছে। জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অপুষ্টি।
তথ্যসূত্র:
1. 15 more Palestinian aid-seekers killed by Israel gunfire in central Gaza
– https://tinyurl.com/2s4j7dhs