মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের তেল পরিশোধনাগার বিধ্বস্ত, নিহত ৩

0
170

ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। ১৬ জুন, সোমবার রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান। তেল পরিশোধনাগরটি পরিচালনা করা বাজান গ্রুপ ১৭ জুন, মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে বলে নিশ্চিত করেছে বাজান।

তেলআবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে, “পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।”

হাইফা উপকূলে অবস্থিত এ পরিশোধনাগারটি কখনো এমন সরাসরি হামলার শিকার হয়নি। তবে এবার ইরানের মিসাইলে বিধ্বস্ত হয়েছে এটি।

দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় পেতাহ তিকভায় ৪, হাইফায় ৩ এবং বনি ব্রাকে ১ জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর ৪টার কিছু আগে ইরান একযোগে প্রায় ৪০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যেগুলোর অধিকাংশই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা পায়। তবে কিছু ক্ষেপণাস্ত্র বাধা ভেঙে আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, গত ৪ দিনের হামলায় দেশটিতে নিহত হয়েছে ২৪, আহত ৫৯২ জন।


তথ্যসূত্র:
1. Three people killed in overnight missile strike on Haifa were at Bazan oil refinery
– https://tinyurl.com/ycymub4s
2.All facilities at Haifa oil refinery shut down after deadly Iran missile strike
– https://tinyurl.com/5embwex2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধত্রাণ পাওয়ার আশায় জড়ো হওয়া ৫৬ ফিলিস্তিনিকে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধচুক্তি লঙ্ঘনের দায়ে চীনের একটি কোম্পানির সঙ্গে তেল চুক্তি বাতিল করলো ইমারতে ইসলামিয়া