দলের নারী কর্মীকে কুপ্রস্তাব এনসিপির কেন্দ্রীয় নেতা তুষারের; কলরেকর্ড ফাঁস

0
139

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দলের এক নেত্রীকে অশালীন ও কুপ্রস্তাব দিয়েছে। ওই নেত্রীর সঙ্গে তুষারের কথোপকথনের একটি অডিও ফাঁস করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলে সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

জাওয়াদ নির্ঝর দাবি করেন অডিওটি ৪৭ মিনিটের। তবে তিনি ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন। যা ওই কথোপকথনের চুম্বক অংশ।

সোমবার (১৬ জুন) সকালে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে অডিও ফাঁস করে লিখেছে ‘জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার দলের নারী কর্মীকে **(কুপ্রস্তাব) দিচ্ছে! গভীর রাতে মেয়েদের ছবি চায়! ওই নারীর সঙ্গে তার ৪৭ মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হলো। গোটা অডিও নিচের লিংকে আছে!’

জাওয়াদ নির্ঝরের পোস্ট করা ওই অডিওতে শোনা যায়, সারোয়ার তুষার এক নারীর সঙ্গে কথা বলছে। এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা যায়, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে তার ছবিও চাওয়া হয়।

পরে ওই ঘটনার প্রেক্ষিতে (১৭ জুন) দল থেকে সাময়িক বরখাস্ত করা হয় সারোয়ার তুষারকে।


তথ্যসূত্র:
১. নারী কর্মীকে কুপ্রস্তাব এনসিপি নেতার, অডিও ফাঁস
-https://tinyurl.com/3kbn9nds

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচুক্তি লঙ্ঘনের দায়ে চীনের একটি কোম্পানির সঙ্গে তেল চুক্তি বাতিল করলো ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধযৌথবাহিনীর অভিযানে ককটেলসহ আটক বিএনপির কর্মী; জব্দ ককটেল তৈরির উপকরণ