গাজায় নৃশংস ইসরায়েলি হামলায় শহীদ আরও ৮৯ ফিলিস্তিনি

0
44

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। ১৭ জুন, মঙ্গলবার দখলদার দেশটির হামলায় আরও অন্তত ৮৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৮৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। দেশটি গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলা চালিয়েছে। এ হামলায় আরও অন্তত ৭০ জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন।

হামলা থেকে বেঁচে যাওয়া আওয়াদ বারবাখ বলেন, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। মানুষ সাহায্য এবং ময়দার জন্য অপেক্ষা করছিল, তখনই তাদের ওপর হামলা হয়… মানুষ ক্ষুধার্ত এবং হতাশ, তারা শুধু খাবার চেয়েছিল।

প্রত্যক্ষদর্শী সাঈদ আবু লেবদা বলেন, বেসামরিক মানুষ টুকরো টুকরো হয়ে গেছে, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ চারদিকে ছড়িয়ে পড়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, “ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অভুক্ত মানুষদের ওপর গুলি চালিয়ে ও খাদ্য অবরোধ দিয়ে অনাহারে মারার কৌশল নিচ্ছে।” জাতিসংঘও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জানিয়েছে, তারা জিএইচএফ এর মাধ্যমে ত্রাণ বিতরণে অংশ নেবে না। কারণ এতে ইসরায়েলি সামরিক সহায়তাপ্রাপ্ত বেসরকারি ঠিকাদার নিয়োগ করা হয়েছে, যা মানবিক নীতিমালার লঙ্ঘন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জাতিগত নিধনযজ্ঞ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ৫৫ হাজার ৪৩২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া এ সময়ে আহত হয়েছেন আরও অন্ততত এক লাখ ২৮ হাজার ৯২৩ জন।


1. Israel kills dozens of Palestinians in Gaza in deadliest day at aid sites
– https://tinyurl.com/3auks53r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য শাবেলিতে শাবাবের পাল্টা অভিযান: শত্রু জোটের আক্রমণ শোচনীয়ভাবে ব্যর্থ
পরবর্তী নিবন্ধভিডিও || যেভাবে কেটেছে সম্মুখ সমরে যুদ্ধরত ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের বীর যোদ্ধাদের ঈদ