
মধ্যপ্রাচ্যে ইরান ও দখলদার ইসরায়েলের সংঘাতে পাঁচদিন পার হয়েছে। দুই দেশের অনড় অবস্থানের কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ১৩ জুন, শুক্রবার প্রথমে ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে নজিরবিহীন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল। এরপর থেকেই তীব্র পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।
ইরানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১,২৭৭ জন বলে জানানো হয়েছে। যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে।
তবে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
ওয়াশিংটন-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, হতাহতদের মধ্যে সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক ব্যক্তি এবং ১২৬ জন সামরিক কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সামরিক বা বেসামরিক মিলিয়ে আরও ২২০ জন নিহত এবং ৮৬৮ জন আহত ব্যক্তির অবস্থা অজানা, যা এখনও তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে, ইসরায়েলে ইরানের হামলায় ২৪ জন নিহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুয়ায়ী, গত কয়েক দিনে ইরান অন্তত ৩৫০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের প্রতিটি হামলায় ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র ছিল। তবে ইরানের দাবি, এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।
তথ্যসূত্র:
1. Death toll in Iran from Israeli strikes since Friday rises to 585: Media reports
– https://tinyurl.com/4nzx2dzb
2. Israeli attacks kill 585 in Iran, rights group says
– https://tinyurl.com/55bscv6k