ভিডিও || ভারতের রাজস্থানে যুবক ও কিশোরদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বজরং দল

0
131

ভারতের রাজস্থানের সিরোহি জেলায় গত ১৫ জুন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় বজরং দল একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে, যেখানে হিন্দু তরুণ ও কিশোরদের হাতে বন্দুক ও তলোয়ার তুলে দিয়ে সরাসরি অস্ত্রচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, অংশগ্রহণকারীরা আধাসামরিক কায়দায় অস্ত্র চালানোর কৌশল শিখছে।

বিজেপি শাসিত ভারতে এটা নতুন কিছু নয়। গত কয়েক বছরে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বারবার এমন সামরিক ধাঁচের শিবিরের আয়োজন করেছে। এসব প্রশিক্ষণের আড়ালে তরুণদের ‘ধর্মরক্ষার’ নামে চরমপন্থা ও সাম্প্রদায়িক বিদ্বেষে উৎসাহিত করা হচ্ছে।

সাধারণত এসব শিবিরে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়কে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হিংসাত্মক ‘প্রতিরোধ কৌশল’ শেখানো হয়। এর ফলে সমাজে ঘৃণা ও বিভাজন ক্রমশ গভীরতর হচ্ছে।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:

 ভিডিও লিংক: https://archive.org/details/ahp-rashtriya-bajrang-dal-held-a-youth-training-camp-19-06-2025


তথ্যসূত্র:
1. AHP-Rashtriya Bajrang Dal held a youth training
– https://tinyurl.com/mvvb368k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক রাতের আঘাতেই তছনছ দখলদার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
পরবর্তী নিবন্ধফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রকাশ্যে কটূক্তি হিন্দু যুবকের