ফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রকাশ্যে কটূক্তি হিন্দু যুবকের

0
150

বরিশালের আগৈলঝাড়ায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে প্রকাশ্যে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন রাসূল প্রেমী স্থানীয় জনতা।

গণমাধ্যমের বরাতে জানা যায়, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের তাপস বৈদ্যের ছেলে তমাল বৈদ্য যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করে।

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে বুধবার রাতে তৌহিদী জনতা কটূক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হকসহ অনেকে ।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন সরদার বাদী হয়ে থানায় মামলা করে। পরে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কটূক্তিকারী তমাল বৈদ্যকে বুধবার রাতে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গ্রেফতার তমাল বৈদ্যকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১. আগৈলঝাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার
-https://tinyurl.com/yr67da76

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতের রাজস্থানে যুবক ও কিশোরদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বজরং দল
পরবর্তী নিবন্ধতিন সীমান্ত দিয়ে আরও ৩০ জনকে পুশ ইন বিএসএফের