
দেশের তিন সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে ১৩ জন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে ১১ জন ও সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আবারো পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।
উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন করা শুরু করে ভারত।
ছাগলনাইয়া (ফেনী): ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার গভীর রাতে উপজেলার মটুয়া সীমান্তে তাদের আটক করে বিজিবি।
সাতক্ষীরা: সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চারজন নারী ও দুইজন পুরুষসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৮ জুন) গভীর রাতে বিজিবি তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
তথ্যসূত্র:
১. তিন সীমান্তে ৩০ জনকে পুশইন
– https://tinyurl.com/4uwhccux