তিন সীমান্ত দিয়ে আরও ৩০ জনকে পুশ ইন বিএসএফের

0
46

দেশের তিন সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে ১৩ জন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে ১১ জন ও সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করা হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আবারো পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন করা শুরু করে ভারত।

ছাগলনাইয়া (ফেনী): ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার গভীর রাতে উপজেলার মটুয়া সীমান্তে তাদের আটক করে বিজিবি।

সাতক্ষীরা: সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চারজন নারী ও দুইজন পুরুষসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৮ জুন) গভীর রাতে বিজিবি তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।


তথ্যসূত্র:
১. তিন সীমান্তে ৩০ জনকে পুশইন
– https://tinyurl.com/4uwhccux

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রকাশ্যে কটূক্তি হিন্দু যুবকের
পরবর্তী নিবন্ধচাকরির জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি, সমন্বয়কের কল রেকর্ড ফাঁস