চাকরির জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি, সমন্বয়কের কল রেকর্ড ফাঁস

0
72

ফেনীর সিভিল সার্জন কার্যালয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (১৮ জুন) বিকেলে এ সংক্রান্ত একটি কল রেকর্ড ফাঁস হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ফাঁস হওয়া রেকর্ডিংয়ে শোনা যায়, হৃদয় নামের এক যুবকের সঙ্গে কথোপকথনে নাহিদ রাব্বি ১০ লাখ টাকা দাবি করে। সে বলে, “লিখিত পরীক্ষার আগে ৪ লাখ টাকা অগ্রিম দিতে হবে। বাকি ৬ লাখ টাকা চাকরি নিশ্চিত হওয়ার পর।” হৃদয় কিছুটা কম টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাব্বি সাফ জানিয়ে দেন, “১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না। বাংলাদেশে এসব ছাড়া কিছু চলে না। টাকা না দিলে চাকরি হবে না।”

জানা গেছে, অভিযুক্ত নাহিদ রাব্বিকে গত বছরের ৫ আগস্টের পর থেকে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে একাধিক সরকারি অনুষ্ঠানে অতিথির আসনে বসতে দেখা গেছে। এমনকি তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এনসিপি নেতাদের সঙ্গেও নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (২০ জুন) জেলার বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট ১১৫টি পদের বিপরীতে জমা পড়েছে প্রায় ১২ হাজার আবেদন। অর্থাৎ প্রতি পদের জন্য লড়াই করবে গড়ে ১০৮ জন প্রার্থী।


তথ্যসূত্র:
১. চাকরির জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি, সমন্বয়কের কল রেকর্ড ফাঁস
– https://tinyurl.com/mppyx6r2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতিন সীমান্ত দিয়ে আরও ৩০ জনকে পুশ ইন বিএসএফের
পরবর্তী নিবন্ধইসরায়েলে আলজাজিরা নিষিদ্ধের পর এবার দর্শকদের বিরুদ্ধেও পদক্ষেপের হুমকি