হজ থেকে ফিরে আসা ইরানী নাগরিকদেরকে ভিসা ছাড়া আফগানিস্তানে ১ মাস থাকার সুযোগ দেবে ইমারতে ইসলামিয়া সরকার

0
177

সৌদি আরব থেকে ইরানে ফেরার পথে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ১ মাস পর্যন্ত ভিসা ছাড়া অবস্থানের সুযোগ দেবে ইরানী হাজীদের।

গত ১৯ জুন কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী হাফিযাহুল্লাহ ও আফগানিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি রেজা বেকদালীর বৈঠকে ভিসা ছাড়ের এ সিদ্ধান্ত জানানো হয়। মাওলানা মুত্তাকী জানান, প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা অনুযায়ী হাজীরা এক মাস পর্যন্ত ভিসা ছাড়াই আফগানিস্তানে অবস্থান করতে পারবেন। এছাড়া তাদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে মাওলানা মুত্তাকী ইরানের উপর ইসরায়েলের সর্বশেষ হামলার নিন্দা জানান। তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, আফগান জাতি ইরান এবং এর জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে।’

ইরানি রাষ্ট্রদূত আলি রেজা এই মানবিক উদ্যোগের জন্য ইমারতে ইসলামিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান এবং এটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় হাজীদের যাত্রা নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হবে।


তথ্যসূত্র:
1. Foreign Minister, Iranian Ambassador Discuss Pilgrim Transportation
– https://tinyurl.com/yeynpc8m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমান বেড়েছে ৩৩ গুণ
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের বীরশেবা শহরে ‘সরাসরি আঘাত’ হানল ইরানের ক্ষেপণাস্ত্র