
মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। স্থানীয় সময় ২০ জুন, শুক্রবার ভোররাত তিনটার দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবা এবং আশপাশের শহরে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। শুক্রবার আল জাজিরা জানায়, বেরশেবায় কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলায় এখন পর্যন্ত পাঁচ দখলদার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আল জাজিরা জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, সেখানকার একটি প্রধান সড়কে ধোঁয়ার বিশাল কুণ্ডলী, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বীরশেবায় মাইক্রোসফট ভবনের কাছে বিকট বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বীরশেবায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরেছে এবং আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ইসরায়েলের উত্তরাঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তথ্যসূত্র:
1. LIVE: Iran missile hits south Israel; Iranian FM to meet European officials
– https://tinyurl.com/tx2skxu
2. Iranian missile barrage triggers sirens in Beersheba and surrounding towns
– https://tinyurl.com/3tzhm9uy