
ভারতের অভ্যন্তরে গাছের ডালে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ। মরদেহটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া এলাকার ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব-পিলারের কাছে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পান।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, ঝুলন্ত মরদেহটি উপজেলার লামারগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে জাকারিয়া আহমদ (২৫)।
মৃতের আত্মীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, সদ্য বিবাহিত জাকারিয়া সকালে ৭টায় বাড়ি থেকে বের হয়েছিল। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেন স্থানীয়রা। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র:
১. ভারতের সীমান্তে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ
– https://tinyurl.com/2c6zzdb8