
২২ জুন, রবিবার ইরান দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দুই দফার হামলার মধ্যে সময়ের ব্যবধান ছিল আধা ঘণ্টারও কম। আর এমন প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল।
হামলার লক্ষ্যবস্তু ও এলাকা ছিল ব্যাপক- এর মধ্যে রয়েছে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি, আপার গালিলি অঞ্চল, উত্তর ও মধ্য উপকূলীয় অঞ্চল। মোট ১০টি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বড় আকারের শার্পনেল আঘাত হেনেছে এবং এসব স্থানে বিশেষ করে তেল আবিব ও হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রাথমিক তথ্যে জানা গেছে, এ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এত কাছাকাছি সময়ের ব্যবধানে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা এই প্রথম দেখা গেল। সাধারণত একেক দফার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধান থাকে, কিন্তু এবার দুটির ব্যবধান ছিল আধা ঘণ্টারও কম।
তথ্যসূত্র:
1. ‘Extensive damage’ in Tel Aviv, Haifa after missile attack
-https://tinyurl.com/yxv3d3jb