
সিলেটের লামাবাজার এলাকায় ‘তোরা পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালিয়েছিস’ বলে জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগে উঠেছে পুলিশের এক অতিরিক্ত উপ পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে, শনিবার লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই জসিমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের মিডিয়া সেলের সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছে, সিলেটের লামাবাজার এলাকায় শনিবার ফজরের নামাজের পর চায়ের দোকান খোলার কারণে পুলিশি নির্যাতনের শিকার হয় ইসলাম উদ্দিন।
ফখরুল হাসান জানান, ইসলাম উদ্দিন সিএনজি অটোরিকশা চালাত। জুলাই আন্দোলনের সময় আহত হয়ে বর্তমানে সে সিএনজি চালাতে না পেরে জীবিকা নির্বাহের জন্য একটি ছোট চায়ের দোকান দেয়। প্রতিদিনের মতো শনিবার ফজরের পর দোকান খুলে। এসময় এসআই জসিম এসে এতো সকালে দোকান না খুলতে বলে।
ফখরুল আরও জানায়, এ নিয়ে দুজনের বাক্য বিনিময়ের একপর্যায়ে ইসলাম নিজের জূলাই যোদ্ধা পরিচয় দেয়। তখন এসআই জসিম ক্ষিপ্ত হয়ে বলে, ‘তুই যোদ্ধা! তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালিয়েছিস’- এই বলে কিল, ঘুষি, থাপ্পড় মারতে মারতে গাড়িতে তোলার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা এক কনস্টেবলের হস্তক্ষেপে এসআই জসিম ও অন্যান্য পুলিশ সদস্য তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। বর্তমানে আহত ইসলাম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় সে।
তথ্যসূত্র:
১.‘তোরা পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালিয়েছিস’ বলে জুলাই যোদ্ধাকে মারধর, এসআই প্রত্যাহার
-https://tinyurl.com/37czh95h