
নিউইয়র্ক নগরের সাবওয়েতে ৫৫ বছর বয়সী এক মুসলিম নারী হামলার শিকার হয়েছেন। ওই নারী বলেছেন, ‘তুমি কি মুসলিম’ প্রশ্নের উত্তর দেয়ার পরই তাকে মারধর শুরু করে হামলাকারী।
১৮ জুন, বুধবার ভোরে নিউইয়র্ক নগরের কুইন্স এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী যখন সাবওয়েতে ট্রেনে উঠছিলেন, তখন ৩৪ বছর বয়সী নাভেদ দুরানি নামের ওই হামলাকারী তার খুব কাছাকাছি চলে আসে। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি ওই নারীর সঙ্গে সরাসরি কথা বলেছে।
ওই নারী বলেন, ‘হামলাকারী আমাকে প্রশ্ন করেছিল, তুমি কোথা থেকে এসেছ? তুমি কি মুসলিম?’ হামলার শিকার নারী বলেন, ‘আমি বললাম, হ্যাঁ। তখনই ওই ব্যক্তি আমাকে লাথি–ঘুষি মারতে শুরু করে, সবদিক থেকে আঘাত করে।’
ডব্লিউএবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের দরজা বন্ধ হওয়ার পরপরই হামলা শুরু হয়, যা পরবর্তী স্টেশনে যাওয়া পর্যন্ত চলে। পরের স্টেশনে ট্রেন থামার পর নাভেদ দুরানি পালিয়ে যায়। ওই নারী বলেন, ‘আমি শুধু বলছিলাম, থামুন থামুন। কিন্তু হামলাকারী থামেনি। আমি বুঝতেই পারিনি, কী হচ্ছে।’
নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছে, নাভেদ দুরানি মুখ ঢেকে রেখেছিল। সে ওই নারীর মুখ, মাথা ও ঘাড়ে ঘুষি ও লাথি মেরেছে। পুলিশ জানিয়েছে, দুরানি ওই নারীকে জিজ্ঞাসা করেছিল, তিনি মুসলিম কি না। পরে তাকে মারধর করে পালিয়ে যায়। দুজন নারী যাত্রী ও সাবওয়ে কন্ডাক্টরের সহায়তায় পুলিশ দুরানিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
ডব্লিউএবিসির প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত নারী মাথায় চোট পেয়েছেন। হামলায় তার নাক ভেঙে গেছে এবং তিনি সারা শরীরে আঘাত পেয়েছেন।
এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি ধারাবাহিক ইসলামবিদ্বেষের একটি উদাহরণ। নিউইয়র্ক, লন্ডন কিংবা প্যারিস—যেখানেই মুসলমানরা রয়েছেন, সেখানেই তারা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন নিপীড়ন, ঘৃণা, বৈষম্য ও সহিংসতার। ইসলামপন্থী জীবনব্যবস্থা, পোশাক ও বিশ্বাসকে কেন্দ্র করে মুসলিম নারীদের বিরুদ্ধে এমন হামলা পশ্চিমে প্রায় নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।
এই হামলা পশ্চিমা বিশ্বে ইসলামবিদ্বেষের ভয়াবহ চিত্রকে আরো একবার সামনে এনে দিয়েছে। যে বিশ্ব সভ্যতা মানবাধিকারের বুলি আওড়ায়, সেই একই সভ্যতা একজন মুসলিম নারীকে ধর্মীয় পরিচয়ের কারণে প্রকাশ্যে ট্রেনে পেটানো দেখে চুপচাপ থাকে। এই বর্বরোচিত হামলা যেন পাশ্চাত্যের গভীরে লুকিয়ে থাকা ইসলামবিদ্বেষের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
তথ্যসূত্র:
1. Woman says she was beaten on New York subway after being asked ‘Are you a Muslim?’
– https://tinyurl.com/mrystuej