ইরানে মার্কিন হামলার নিন্দা জানালো ইমারতে ইসলামিয়া

0
106

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানালো ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। গত ২২ জুন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল সরকারের অব্যাহত আক্রমণের পর মার্কিন সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।

এছাড়া, ইমারতে ইসলামিয়া উদ্বেগ প্রকাশ করে যে, এমন হামলা শুধু অঞ্চলটিতে অস্থিরতা বৃদ্ধি করবে না, বরং পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতির স্থায়ী সমাধান কেবল কূটনৈতিক পন্থার মাধ্যমে সম্ভব। আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি, যাতে তারা কূটনৈতিক পন্থা অবলম্বন করে।


তথ্যসূত্র:
1. IEA-MoFA Condemns US Attacks on Nuclear Installations of Iran
– https://tinyurl.com/uu8z4war

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || সোমালিয়ায় মার্কিন প্রশিক্ষিত দানব ফোর্সের বিরুদ্ধে শাবাবের দুর্দান্ত অভিযানের ফুটেজ